News71.com
 International
 07 Sep 16, 10:51 AM
 404           
 0
 07 Sep 16, 10:51 AM

পররাষ্ট্রমন্ত্রীকে ডেনমার্ক আওয়ামিলীগের ফুলের শুভেচ্ছা ।।

পররাষ্ট্রমন্ত্রীকে ডেনমার্ক আওয়ামিলীগের ফুলের শুভেচ্ছা ।।

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানিয়েছে ডেনমার্ক আওয়ামিলীগের নেতৃবৃন্দ। গত রোববার  আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রীয় কাজে ও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান জনসন এর সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক বৈঠকের জন্য ডেনমার্কে যান।

পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ দূতাবাস, ডেনমার্কের রাষ্ট্রদূত ও কর্মকর্তাসহ ডেনমার্ক আওয়ামিলীগের নেতৃবৃন্দ বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ক্রাউন প্লাজা রওনা দেন। পরে কোপেনহাগেন হোটেল ক্রাউন প্লাজার অভ্যর্থনাশালায় ডেনমার্ক আওয়ামিলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশিদের পাসপোর্ট ও  বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং ডেনমার্ক আওয়ামিলীগের নেতৃবৃন্দরা ডেনমার্ক দূতাবাস স্থাপন করায় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দূতাবাসকে যে কোন প্রয়োজনীয় সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি নিয়ে পাকিস্তান ও তুরস্করে মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেন। তিনি সকলকে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বর্তমান সরকারকে আরো শক্তিশালী করার জন্য আহ্বান জানান।

এসময় ডেনমার্ক আওয়ামিলীগের নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক, হাসনাত রুবেল, মোস্তফা মজুমদার বাচ্চু, মাহবুবুর রহমান ও শামীম খালাইশিসহ আরো অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন