News71.com
 International
 07 Sep 16, 12:42 AM
 353           
 0
 07 Sep 16, 12:42 AM

কাশ্মির ছেড়ে জম্মু ও লাদাখের পৃথক রাজ্য দাবি ।।

কাশ্মির ছেড়ে জম্মু ও লাদাখের পৃথক রাজ্য দাবি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পৃথক রাজ্যের মর্যাদা দাবি করেছে জম্মু ও লাদাখ। কাশ্মির নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদের দুই দিনের বৈঠকে লাদাখ ও জম্মুর প্রতিনিধিদের একাংশ ওই দাবি তুলেন। তাদের বক্তব্য, অশান্ত কাশ্মিরের সঙ্গে থাকার জন্যই উন্নয়ন, বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে জম্মু ও লাদাখ।


গত রবিবার সর্বদলীয় প্রতিনিধিরা বৈঠক করলেও স্বাধীনতাকামী আন্দোলনকারীদের সঙ্গে দেখা হয়নি তাদের। এর পরে আজ মঙ্গলবার সকাল থেকে ফের কাশ্মিরের নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ,ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেন সর্বদলীয় প্রতিনিধিরা। এই দুই দিনই বৈঠকেই জম্মুর এক নির্দল বিধায়ক কাশ্মিরের থেকে আলাদা হওয়ার দাবি তোলেন। একই দাবি ওঠে লাদাখের প্রতিনিধিদের পক্ষ থেকেও।


গত মাসেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে দেশের নিরাপত্তার স্বার্থে লাদাখকে কাশ্মির থেকে আলাদা করার দাবি জানান সেখানকার বিজেপি সংসদ সদস্য থুপস্টান চিওয়াঙ্গ। সোমবারও লাদাখের প্রতিনিধিরা ওই দাবি তোলেন। তাদের সমর্থন করেন লে-র প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন