News71.com
 International
 06 Sep 16, 12:12 PM
 310           
 0
 06 Sep 16, 12:12 PM

যে সাইকেল চুরি করা যাবে না!

যে সাইকেল চুরি করা যাবে না!

 

আন্তর্জাতিক ডেস্ক: ইদানীং সাইকেলের ব্যবহার বেশ বেড়েছে। আর এই একই সাথে বেড়েছে সাইকেল চুরির সংখ্যাও। চোরদের অপদস্ত করতে দারুণ এক বুদ্ধি বের করেছেন চিলির তিন জন শিক্ষার্থী। নিজেদের তৈরি করা এই সাইকেলকে তারা বলছেন, পৃথিবীর প্রথম সাইকেল যা চুরি করা যাবে না।

জানা গেছে, ইয়েরকা প্রজেক্টের আওতায় এই সাইকেল তৈরির কাজ করছেন তারা। এখনো সাইকেলটি নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে। সব পরীক্ষা সফলভাবে শেষ হলে সাইকেলটি তৈরি করে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।

আর এই সাইকেলটির মজার দিক হচ্ছে এর জন্য আলাদা তালা ব্যবহার করতে হয় না। সাইকেলের সিটকেই ব্যবহার করা যাবে এর তালা হিসেবে। আর এই তালাটি লাগানো হবে সাইকেলের ফ্রেমের সাথে। সাইকেল চুরি করতে হলে তালা ভাঙতে হবে আর তালা ভাঙতে গেলে সাইকেলের ফ্রেমটাই ভাঙতে হবে। ফ্রেম ভেঙে সাইকেল নিলে সেটা আর চালানোর উপযুক্ত থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন