
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পৃথক ৫ টি বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছে। গতকাল সোমবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় টারটৌস শহরে দুটি, হোমস শহরে একটি, দামেস্ক-বৈরুত মহাসড়কের পাশে একটি ও কুর্দিনিয়ন্ত্রিত হাসাকা শহরে অপর বিস্ফোরণটি ঘটানো হয়।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এই হামলাগুলো চালানো হয়। সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঘটানো বিস্ফোরণ পরস্পর সম্পর্কিত কিনা এবং এসব বিস্ফোরণের সঙ্গে হাসাকার বিস্ফোরণের কোন সমন্বয় আছে কিনা প্রথমিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।
চলতি বছরের মে মাসের আগে অনেকটাই শান্ত ছিল টারটৌস। সিরিয়ার পাঁচ বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধের আঁচ সেখানে তেমন লাগেনি। গত মে মাসে আইএস-র এক যোদ্ধা শহরটির একটি বাসস্ট্যান্ডে আত্মঘাতী হামলা চালালে বেশ কয়েকজন নিহত হয়।