
নিউজ ডেস্কঃ পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকান থেকে আজ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। এর মধ্যে সরকারি ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ রয়েছে ।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দন দাস (৪৫) ও ফজলুল হক (৪০) নামের ২ ওষুধ ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন র্যা ব-১০–এর ভ্রাম্যমাণ আদালত। র্যা বের নির্বাহী হাকিম সারওয়ার আলম জানান, মিটফোর্ড এলাকায় ১২টি ওষুধের দোকানে আজ বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয় ।
এসব দোকান থেকে ৪ কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে সরকারি বিনা মূল্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। তাছাড়া এসব দোকান থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের গরু মোটাতাজা করার ওষুধও জব্দ করা হয় ।
জব্দ হওয়া ওষুধের অর্ধেকই পাওয়া যায় চন্দন দাসের মালিকানাধীন আলপনা মেডিকেল হল ও ফজলুল হকের তিতাস মেডিকেল হল নামের ২টি দোকান থেকে ।