News71.com
 International
 05 Sep 16, 08:44 PM
 373           
 0
 05 Sep 16, 08:44 PM

বিতর্কিত দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে চিনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামা ।।

বিতর্কিত দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে চিনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে চিনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, চিনের উচিত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আরো সহনশীল হওয়া ও দক্ষিণ চিন সাগরে ‘দাদাগিরি’ বন্ধ করা ৷

চিনা প্রেসিডেন্ট শি জিংপিংকে ওবামা আরো বলেছেন, আজ আমেরিকা যে বিশ্বের প্রথম সারির একটি দেশ, তার অন্যতম কারণ আমেরিকা জানে কোথায় থামতে হয়৷ চিনকে সেটা মাথায় রাখতে হবে৷ ওবামার মতে, চিন এখনও উদীয়মান দেশ৷ বেজিংকে বুঝতে হবে, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রতিবেশীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

চিনে যাওয়ার আগে সিএনএন-এর সাক্ষাৎকারে ওবামা বলেছেন, 'আমাদের মনে রাখতে হবে, আমরা যখন নিজেদের আন্তর্জাতিক আইনে নিজেদের বেঁধে ফেলি, তখন সেটা নিজের দেশ ও দেশবাসীর কথা ভেবেই করি৷দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক আইন মেনে চলে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে ৷ তাতে নিজেদেরই লাভ ।

সরাসরি চিনের নাম না নিয়ে ওবামার সতর্কবার্তা, 'যদি কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। যেমন আমরা দেখছি দক্ষিণ চিন সাগরে ঘটেছে, তাহলে সংশ্লিষ্ট দেশকে মাথায় রাখতে হবে ফলাফল কী হতে পারে।' তিনি আরও জানান, চিন ও আমেরিকাকে পরস্পরের শত্রু হতে হবে এমনটা ভাবা ভুল ৷

অর্থনৈতিক ক্ষেত্রে ২ দেশ একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চালাতেই পারে৷ ওবামার দাবি, যেহেতু চিনে কমিউনিস্ট পার্টি আজীবন শাসনব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে, তাই চিনের বৈদেশিক নীতি আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির বিরোধী৷ কিন্তু সময় হয়েছে মনোভাব পাল্টানোর, সাফ কথা ওবামার ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন