News71.com
 International
 05 Sep 16, 06:45 PM
 337           
 0
 05 Sep 16, 06:45 PM

আফ্রিকায় হাতি বিলুপ্তির আশঙ্কা ।।

আফ্রিকায় হাতি বিলুপ্তির আশঙ্কা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চোরা শিকারীদের কারণে আফ্রিকায় হাতি বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। আফ্রিকাজুড়ে চালানো এক সমীক্ষায় দেখা যায়, গত এক দশকে ওই অঞ্চলে হাতির সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে। অন্তত এক লক্ষ ৪৪ হাজার হাতিকে মেরে ফেলা হয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

মোট আঠারোটি দেশের প্রায় পাঁচ লক্ষ কিলোমিটার এলাকায় সমীক্ষা চালাতে দু'বছর সময় লেগেছে। গবেষকরা আশঙ্কা করছেন বর্তমানে যে হারে চোরা শিকারী বাড়ছে তাতে আগামী দশ বছরে দুই লক্ষেরও বেশি হাতি মারা পড়বে। এক সময় হাতি বিলুপ্ত হয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন