
নিউজ ডেস্কঃ টরন্টোর নভোটেল হোটেলের বলরুমে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার বার্ষিক সাধারণ সভা সংগঠনের অনুষ্ঠিত হয়েছে। সভাপতি সুবীর দে’র সভাপতিত্বে চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত দিনের কার্যক্রম, আয়-ব্যয় এবং সাফল্য নিয়ে বিশদ বক্তব্য রাখেন সভাপতি। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জাফর ওসমান ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এইচ এম ইকবাল চেম্বারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। নতুন কমিটি গঠনের লক্ষে গঠিত ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন নাসিম চৌধুরী বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে তিনি ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। এইচ এম ইকবাল সভাপতি, এম মুত্তালিব খোকন ও এজেড আলমগীর এম রহমান সহ-সভাপতি এবং মোহাম্মদ হাসান ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন ও আবুল মনসুরকে ডিরেক্টর ফাইন্যান্স ঘোষণা করেন।
অন্যান্য পরিচালক হলেন- সুবীর কুমার দে, এম এ মোমেন মুরাদ, জাফর ওসমান, শহীদ হোসেন, খন্দকার মনির উদ্দিন, আনোয়ার রশীদ, মোহাম্মদ আলী খোকন, মিজানুর রমানভ‚ ইয়া, নূর এ শহীদ রানা, এমডি বারী মঞ্জু, ফজলে এলাহী রাজু, শহিদুল ইসলাম মিন্টু, মাসুদ সিদ্দিকী, তপন সাইয়েদ, নেসার আহমেদ ও এহসানুল হাবিব।