News71.com
 International
 05 Sep 16, 03:20 PM
 313           
 0
 05 Sep 16, 03:20 PM

মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা সম্মেলনের প্রধান অতিথি ড. মুহম্মদ ইউনূস ।।

মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা সম্মেলনের প্রধান অতিথি ড. মুহম্মদ ইউনূস ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা নিয়ে একদিনের বিশেষ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস। গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) মাইহারপন আয়োজিত সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী পেরাকদাতো সেরি দিরাজা ড. জামব্রি বিন আবদুল কাদের উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ ইউনূস বলেন, চাকরি খোঁজার চেয়ে বরং চাকরিদাতা হওয়া ভালো। তিনি তরুণদের সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় মালয়েশিয়ার ১৫০ তরুণের সঙ্গে মতবিনিময় করেন ইউনূস। তিনি তাদের নিজের ভবিষ্যত এমনভাবে গড়তে বলেন যেন সমাজে দারিদ্র না থাকে।

এ সময় ইউনিভার্সিটি টেকনোলোজি পেট্রনাসে নতুন একটি ইউনূস সোশ্যাল বিজনেস এর ঘোষণা করা হয়। রাষ্ট্রমালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাস এর সহযোগিতায় এর যাত্রা শুরু হয়। এসময় দুই পক্ষের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আহমাদ ফাদজিল মোহাম্মাদ হানি।

বর্তমানে ড. ইউনূস মালয়েশিয়া অবস্থান করছেন। আজ সোমবার টেকসই উন্নয়ন নিয়ে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন