
আন্তর্জাতিক ডেস্ক: চিন-পাক অর্থনৈতিক করিডর নিয়ে কড়া আপত্তি জানাল ভারত। চিনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠকে এনিয়ে নয়াদিল্লির আপত্তির কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G 20 বৈঠকের আগে আজ বৈঠক করলেন দুদেশের রাষ্ট্রপ্রধান। পারস্পরিক দূরত্ব সরিয়ে ভারতের সহযোগী হয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানকে জঙ্গি কাজকর্মে মদত ও NSG তে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধিতার জেরে সাম্প্রতিককালে তিক্ত ভারত-চিন সম্পর্ক। আপত্তির তালিকা নয়া সংযোজন বালুচিস্তানের মধ্যে দিয়ে গড়ে ওঠা চিন-পাক অর্থনৈতিক করিডর।
পাকিস্তানের গদর পোর্ট থেকে খাসনগর হয়ে চিনের শিজিয়ান প্রদেশ পর্যন্ত বিস্তৃত প্রায় চার হাজার ছশো কোটি দিয়ে তৈরি এই করিডর নিয়ে আগেই আপত্তি জানিয়েছে ভারত। রবিবার চিনা রাষ্ট্রপ্রধান শি জিনপিংকে কড়া আপত্তির কথা আরও একবার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। মোদীর বক্তব্য..ভারত-চিন দুদেশকেই কৌশলগত স্বার্থ,সদ্দিচ্ছার খেয়াল রাখতে হবে। এটাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।