
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠকের প্রাক্কালে বলেছেন, মস্কো জাপানের সঙ্গে একটি ভূখণ্ড নিয়ে বিরোধ মীমাংসার ব্যাপারে আন্তরিক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা প্রশান্ত মহাসাগরীয় কুরিল দ্বীপমালার সর্ব দক্ষিণের দ্বীপগুলো দখল করে নেয়ার পর থেকে এই দু’দেশের মধ্যে এ নিয়ে বিরোধ চলে আসছে। আর জাপানে এ দ্বীপগুলো উত্তরাঞ্চলীয় ভূখণ্ড নামে পরিচিত।
তিনি বলেছেন, ‘আমরা এক ধরনের বিনিময় বা বিক্রির কথা বলছি না। আমরা এমন সমাধানের কথা বলছি যাতে কোনো পক্ষই পরাজিত বা ক্ষতিগ্রস্ত ভাববে না।’ জাপানের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরই ‘মূল বিষয়’।
তিনি আরও বলেছেন, মস্কো আমাদের জাপানি বন্ধুদের সঙ্গে এই সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে খুবই আন্তরিক।
জানা গেছে, পুতিন আগামী ডিসেম্বরে জাপান সফরের ঘোষণা দেবার পর আবে রাশিয়ার সফরে যাচ্ছেন। আর এটি হবে এই চলতি বছরে তার দ্বিতীয় রাশিয়া সফর। ডিসেম্বরে পুতিনের সফর হবে বিগত ২০০৫ সালের পর তার প্রথম জাপান সফর। রাশিয়া ও জাপান অতীতে বেশ কয়েকবার দ্বীপ নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও এখন পর্যন্ত সমাধান অধরাই থেকে গেছে।
উভয় পক্ষই নিশ্চিত করেছে যে, শুক্রবারের বৈঠকে বিরোধপূর্ণ দ্বীপমালার ইস্যুটি আলোচিত হবে।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্তক নগরীতে একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে।
আবার এদিকে ভ্লাদিভোস্তক রওয়ানা হওয়ার আগে বলেছেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আন্তরিক ও বিস্তারিত আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি এবং ভূখণ্ডগত বিষয়াদির ব্যাপারে অগ্রগতি অর্জনের ব্যাপারে সংকল্পবদ্ধ।