News71.com
 International
 03 Sep 16, 11:43 AM
 387           
 0
 03 Sep 16, 11:43 AM

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো গতকাল শুক্রবার বলেছেন, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে।

জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। স্থানীয়ভাবে এই ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে।

ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে ইয়েমেনের অজ্ঞাত একটি স্থান থেকে ছোঁড়া হচ্ছে। তখন সেখানে উপস্থিত একজন ব্যক্তির কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে আর তিনি আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।

স্কাড-টাইপ বোরকান-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটারের বেশি এবং এটি সাড়ে বারো মিটার লম্বা। এ ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। আর এর আগে, গতকাল শুক্রবার সৌদি বাহিনী ইয়েমেনে দুই দফা বিমান হামলা চালায়। এতে করে ১২ জনের বেশি মানুষ মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন