News71.com
 International
 03 Sep 16, 11:42 AM
 405           
 0
 03 Sep 16, 11:42 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হ্যারিকেনের আঘাতে একজনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হ্যারিকেনের আঘাতে একজনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একদশকের মধ্যে এই প্রথম হ্যারিকেনের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে করে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ৩ লক্ষ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই হ্যারিকেনটি বর্তমানে মৌসুমী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পূর্বদিকে সরে যাচ্ছে।

জানা গেছে, গতকাল শুক্রবার ফ্লোরিডায় এই হ্যারিকেনের আঘাত হানার পর জর্জিয়া অঙ্গরাজ্য, নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে ফ্লোরিডায় ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঘণ্টায় ৮০ মাইল গতিতে ধেয়ে আসা হ্যারিকেনের কারণে ফ্লোরিডার উপকূল প্লাবিত হয়েছে।

এই বিষয়ে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, এই রকম ঘটনা আগে কখনও ঘটেনি। হ্যারিকেন প্রবাহের সময় একটি গাছ উপড়ে তাবুতে আছড়ে পড়লে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন