News71.com
 International
 03 Sep 16, 11:39 AM
 419           
 0
 03 Sep 16, 11:39 AM

উজবেক প্রেসিডেন্ট করিমভের মৃত্যু

উজবেক প্রেসিডেন্ট করিমভের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভ (৭৮) মৃত্যু বরন করেছেন। আজ শনিবার করিমোভের নিজের শহর সামার খন্দে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা না আসায় ধূম্রজাল সৃষ্টি হয়। তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট করিমভ মারা গেছেন এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ইসলাম করিমভের স্বাস্থ্য নিয়ে তীব্র জল্পনা-কল্পনা চলছে গত কয়েকদিন ধরে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসা উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক কমিউনিস্ট নেতা ইসলাম আবদুগানিয়েভিচ করিমভ। উজবেকিস্তানে সেটাই ছিল সর্বশেষ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। পরে ক্ষমতায় আসার পর তিনি সমালোচক এবং রাজনৈতিক বিরোধীদের জেলে ভরতে শুরু করেন, এর মধ্যে অনেককে নির্বাসনে পাঠানো হয়।

পরে ১৯৯৯ সালে ইসলাম করিমভ এক হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যান। এরপর তিনি বিরোধীদের ওপর দমন-নিপীড়ন আরও তীব্র করেন। বিগত ২০০৫ সালে আনদিজানে এক সরকারবিরোধী গণবিক্ষোভ দমন করা হয় নির্মমভাবে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সেখানে শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে সৈন্যরা হত্যা করে।

আর তার অবর্তমানে কে উজবেকিস্তানের হাল ধরবেন সেটা এখন বড় প্রশ্ন। একসময় তার বড় মেয়ে গুলনারাকেই সম্ভাব্য উত্তরসূরি বলে ভাবা হতো। তবে অনেকরকম ব্যবসায়িক কেলেংকারি এবং বিলাসবহুল জীবন যাপনের কারণে তার সেই সম্ভাবনা আর নেই, আর তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন