
 
					
					  					  
					  				  
				  আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের একটি নাইট মার্কেটে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে এসে দাঁড়িয়েছে। এছাড়া সেখানে আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে দাভাও সিটির ওই মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে। এ ঘটনায় সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন দাভাও-এর সিটি মেয়র পাওলো। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি।