News71.com
 International
 02 Sep 16, 07:19 PM
 421           
 0
 02 Sep 16, 07:19 PM

এবার থেকে ফিফার নিয়ম আনুযায়ী নয়, বরং আইএসের আইন মেনেই সিরিয়াতে খেলতে হবে ফুটবল ।।

এবার থেকে ফিফার নিয়ম আনুযায়ী নয়, বরং আইএসের আইন মেনেই সিরিয়াতে খেলতে হবে ফুটবল ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কোনো ফুটবলার ফাউল করলে যিনি লাল কার্ড দেখান, সেই রেফারিকেই এবার লাল কার্ড দেখালো ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। সিরিয়াতে এবার থেকে ফুটবল আর ফিফার নিয়ম অনুযায়ী নয়, বরং আইএসের নতুন আইন মেনেই খেলতে হবে ।

ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ পরিচালনা করায় সিরিয়ায় রেফারিদের নির্বাসিত করেছে আইএস। তারা জানিয়েছে, ফিফার নিয়মগুলো ইসলামবিরোধী। তাই সিরিয়ান রেফারি রেফারিং করতে চাইলে, তাকে আইএস-এর নিয়ম মেনেই চলতে হবে। সিরিয়ায় জাতীয় লিগ শুরুর আগেই নতুন নিয়ম চালু করে দিলো আইএস। জঙ্গি সংগঠনের দখলে থাকা আদালতেই সিরিয়ার এই আইন পাস হয়েছে ।

ইংল্যান্ডে সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক বলেন, ফিফার নিয়মকে সিরিয়ায় অবৈধ ঘোষণা করেছে ইসলামিক স্টেট। সিরিয়ার আইনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে, এক দলের ফুটবলার মাঠে চোট পেলে বিপক্ষ দলকে কীভাবে তার ক্ষতিপূরণ করতে হবে। সিরিয়ায় ফিফার নাম উচ্চারণ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে ওই জঙ্গি সংগঠন ।

ধূমপান, টিভির অনুষ্ঠান, পোশাক-আশাকের পর এবার ফুটবলের নিয়মেও থাবা বসাল আইএস। স্বাভাবিকভাবেই নতুন আইনে  সিরিয়ার ফুটবল বড়সড় ধাক্কা খেলো বলেই মনে করছে ক্রীড়ামহল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন