News71.com
 International
 02 Sep 16, 07:17 PM
 487           
 0
 02 Sep 16, 07:17 PM

সীমান্তে ভারতকে মোকাবিলায় উদ্বিগ্ন চীন ।। ব্যাপক সামরিক প্রস্তুতি গ্রহনের উদ্যোগ.....

সীমান্তে ভারতকে মোকাবিলায় উদ্বিগ্ন চীন ।। ব্যাপক সামরিক প্রস্তুতি গ্রহনের উদ্যোগ.....

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চীন সীমান্তে ভারতীয় বাহিনীর তৎপরতায় কপালে চিন্তার ভাজ ফেলেছে চীনের। তার উপর মার্কিনীরা যেভাবে ভারতকে সামরিক-বেসামরিক বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে তাতে দিনে দিনে ভারত আরও অপ্রতিরোধ্য ও শক্তিশালী হয়ে উঠছে । ভারত ও আমেরিকার যৌথ কুটনৈতিক তৎপরতায় আন্তর্জাতিক অঙ্গনে বৃহদ পরাশক্তি খ্যাত চীন কোনঠাসা হয়ে পড়ছে । আর ধীরে ধীরে সুবিধাজনক যায়গায় উঠে আসছে ভারত।

অত্যন্ত গোপনে তিব্বতে সামরিক প্রস্তুতি বাড়াতে শুরু করে দিয়েছে চীন। হিমালয়ের কোলে ব্রহ্মস মোতায়েন করা নিয়ে চিন ভারতকে হুঁশিয়ারি দেয়ার কয়েক দিন পরই তিব্বতের এক বিমানবন্দরে দেখা গেছে চীনের জে-২০ স্টেল্থ ফাইটারকে। চীনের সবচেয়ে গোপন সামরিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল এই জে-২০। তিব্বতের দাওচেং ইয়াদিং বিমানবন্দরে ওই যুদ্ধবিমান নিয়ে এসেছে চীন। স্টেল্থ ফাইটারটিকে ঢেকে রাখা হয়েছে। কিন্তু প্রতিরক্ষা সংক্রান্ত দু’টি ওয়েবসাইটে সেই ছবি প্রকাশ করে দিয়েছে।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, জে-২০ স্টেল্থ ফাইটার সম্পর্কে কোনো তথ্য বেইজিং প্রকাশ করে না। যুদ্ধবিমানটি সম্পূর্ণ প্রস্তুত, নাকি পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে, তাও জানানো হয় না। কয়েক মাস আগে চীনের একটি বিমানঘাঁটির রানওয়েতে জে-২০ স্টেল্থ ফাইটার দাঁড়িয়ে থাকার একটি ছবি প্রকাশ্যে আসে। তার পরই বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়ে যায়, চীনের জে-২০ স্টেল্থ ফাইটার তৈরি হয়ে গিয়েছে।

বেইজিং সেই জল্পনা নিয়ে কোনো মন্তব্য করেনি। চীনা বিমানবাহিনীতে ওই যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি ঘটেছে কি না, তাও জানানো হয়নি। কিন্তু তিব্বতের দাওচেং ইয়াদিং বিমানবন্দরে ওই যুদ্ধবিমান দেখা যাওয়ার পর প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, জে-২০ চীনা বিমানবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। পৃথিবীর সর্বোচ্চ অসামরিক বিমানবন্দর দাওচেং ইয়াদিং-এর টারম্যাকে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে জে-২০-কে। প্রতিপক্ষ যাতে ওই স্টেল্থ ফাইটার মোতায়েন করা সম্পর্কে সচেতন না হতে পারে, তার জন্যই ক্যামোফ্লাজ ত্রিপল দিয়ে সেটি ঢেকে রাখা হয়েছে। কিন্তু বিষয়টি আর শেষ পর্যন্ত গোপন থাকেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন