News71.com
 International
 02 Sep 16, 04:13 PM
 431           
 0
 02 Sep 16, 04:13 PM

ফিলিপাইনে কলেজে ভর্তির সময় মাদক পরীক্ষা আবশ্যক।।

ফিলিপাইনে কলেজে ভর্তির সময় মাদক পরীক্ষা আবশ্যক।।

আন্তর্জাতিক ডেস্কঃ মাদক বন্ধে অভিনব উদ্যোগ নিয়েছে ফিলিপাইনের সরকার। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ও ভবিষ্যত প্রজন্মকে মাদকমুক্ত করতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে এবার কলেজে ভর্তির সময় ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছেন।


২০১৭ সাল থেকে এটা কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির এক শিক্ষা কর্মকর্তা। ফিলিপাইনে মাদক নির্মূল নিয়ে যেন যুদ্ধ চলছে। ‘মাদক যুদ্ধে’ নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।


দেশকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে দুয়ার্তে ক্ষমতায় আসার পর মাত্র দুই মাসে প্রায় ২ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে তাদের হত্যা করা হয়। তবে এ ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।


দেশটির উচ্চ শিক্ষা কমিশনের নির্বাহী পরিচালক জুলিটো ভিট্রিওলা জানান, কলেজে ভর্তি হতে ইচ্ছুক সব শিক্ষার্থীদের ড্রাগ টেস্ট নিতে যাচ্ছে সরকার। তিনি বলেন, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করতে প্রেসিডেন্টের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, শিক্ষার্থীরা যেন মাদক সেবন না করে। তারা যদি নিজেদের অধ্যয়ন অব্যাহত রাখে তা জাতির জন্য কল্যাণকর হবে।


তিনি জানান, ড্রাগ টেস্টে যারা ধরা পড়বে তাদেরকে কলেজে ভর্তি করা হবে না এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যেতে হবে। এখন ড্রাগ টেস্ট স্বেচ্ছামূলক হিসেবে করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন