News71.com
 International
 02 Sep 16, 02:34 PM
 399           
 0
 02 Sep 16, 02:34 PM

চীনা হ্যাকারদের আক্রমণের শিকার হংকং ।।

চীনা হ্যাকারদের আক্রমণের শিকার হংকং ।।

আন্তর্জাতিক ডেস্কঃ হংকং সরকারের দু’টি বিভাগ চীনের মূল ভূ-খন্ডের হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে। তারা এমন এক সময় এ আক্রমণ চালালো যখন নগরীটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ভিত্তিক নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ফায়ার আই একথা জানায়। গত মাসেও এমন আক্রমণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ক্যালিফোর্নিয়া ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই জানায়, চীন ভিত্তিক একটি গ্রুপ ২০১১ সালের পর থেকে আক্রমণ চালিয়ে আসছে। গত মাসের গোড়ার দিকে তারা হংকং সরকারের কমপক্ষে দু’টি বিভাগে আক্রমণ চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন