
 
					
					  					  
					  				  
				  আন্তর্জাতিক ডেস্কঃ হংকং সরকারের দু’টি বিভাগ চীনের মূল ভূ-খন্ডের হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে। তারা এমন এক সময় এ আক্রমণ চালালো যখন নগরীটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ভিত্তিক নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ফায়ার আই একথা জানায়। গত মাসেও এমন আক্রমণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ক্যালিফোর্নিয়া ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই জানায়, চীন ভিত্তিক একটি গ্রুপ ২০১১ সালের পর থেকে আক্রমণ চালিয়ে আসছে। গত মাসের গোড়ার দিকে তারা হংকং সরকারের কমপক্ষে দু’টি বিভাগে আক্রমণ চালায়।