
আন্তর্জাতিক ডেস্কঃ উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমোভের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) এক সরকারের পক্ষ থেকে বলা হয়, তার অবস্থা অত্যন্ত গুরুতর। মস্তিষ্কে রক্তক্ষরণের কয়েকদিন পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।
সরকারের একটি ওয়েবসাইটে পোস্ট করা এই বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গতকাল প্রেসিডেন্টের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। চিকিৎসকদের মতে তিনি এখন সঙ্কটাপন্ন।’