News71.com
 International
 02 Sep 16, 11:32 AM
 444           
 0
 02 Sep 16, 11:32 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি নারী হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ ।।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি নারী হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ ।।

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি নারী নাজমা খানম নিহত হওয়া সময় নজরদারি ক্যামেরায় ধারণ করা ২টি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ । ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখা গেছে। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম এ খবরটি নিশ্চিত করেছে। তবে সন্দেহভাজনের ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। হামলাকারীকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার রাতে নিজ বাড়ির সামনে নাজমা খানম নামের ওই বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ৬০ বছর বয়সী ওই নারী পরিবারসহ কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় থাকতেন। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে জ্যামাইকা হিলসের নরমাল রোড দিয়ে হাঁটার সময় নাজমা খানমকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানিয়েছে, নাজমা খানমের বুকে ৪ ইঞ্চি দৈর্ঘের ছুরি ঢুকিয়ে দেওয়া হয়।

ছুরিকাঘাতে আহত হয়ে চিৎকার করে ওঠেন নাজমা। চিৎকার শুনে নাজমা খানমের স্বামী ঘটনাস্থলে ছুটে যান। তকণ নাজমা স্বামীকে জানান, ‘ও আমাকে ছুরিকাঘাত করেছে, আমি মরে যাচ্ছি।’ নাজমাকে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে প্রকাশ করে নজরদারি ফুটেজের একটিতে দেখা গেছে নাজমা খানম হেঁটে যাচ্ছেন। তার হাতে একটি ব্যাগ ছিল। আর দ্বিতীয় ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। নিহত নাজমা খানম অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি আর তার স্বামী জ্যামাইকা হিলস এলাকায় একটি গিফট শপ চালাতেন। স্বজনরা দাবি করেছেন, নাজমা ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলার শিকার। কেননা হামলার সময় নাজমা মাথায় হিজাব পরা ছিলেন। তবে তদন্তকারী ও পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস, নাজমা খানম ডাকাতের হামলার শিকার হয়েছেন। অন্যদিকে স্বজনরা, দাবি করেছেন, নাজমা খানমের সঙ্গে থাকা কোনও জিনিসপত্র লুট হয়নি। সুতরাং এটি ডাকাতির ঘটনা হতে পারে না। নিহতের ভাতিজা নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ট্রানজিট অফিসার।

২০০৮ সাল থেকে নিউ ইয়র্ক পুলিশে কাজ করছেন তিনি। তবে ঘটনার দিন তার ডিউটি ছিল না। গত শুক্রবার দুপুর ২টার দিকে জ্যামাইকা মুসলিম সেন্টারে নাজমা খানমের জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর দাফনের জন্য মরদেহ দেশে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন