News71.com
 International
 01 Sep 16, 12:02 PM
 577           
 0
 01 Sep 16, 12:02 PM

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নিহত।।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা। গতকাল বুধবার দেশটির সাদা শহরে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা সাবা জানায়, আল সাহান শহরে হাউতি শিবিরে করা ওই হামলায় তিন পরিবারের সদস্য মারা যান। নিহতদের মাঝে শিশুও ছিল।

উল্লেখ্য, বিদ্রোহী সংগঠন হাউতির বিরুদ্ধেই মূলত বিমান হামলা চালায় সৌদি জোট। অন্যদিকে ইয়েমেনের কর্তৃপক্ষ জানায়, সোমবার আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ৭২ হয়েছে। ইতোমধ্যে এই হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন