
নিউজ ডেস্কঃ নিউইয়র্কের জ্যামাইকায় ৬০ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।দেশটির স্থানীয় সময় গতকাল রাত ১০টার দিকে জ্যামাইকার ১৬০-১২ নম্বর নরমাল রোডে এ হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয় একটি মাধ্যম জানিয়েছে। এতে বলা হয়, এ হত্যাকাণ্ডের ধরন এখনও অস্পষ্ট। কারণও জানা যায়নি। তবে পুলিশ খবর পেয়েই তৎপর হয়েছে। ওই নারীর মরদেহ উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে রাখা হয়েছে ।