News71.com
 International
 01 Sep 16, 11:12 AM
 538           
 0
 01 Sep 16, 11:12 AM

ফ্রান্সে কোকা-কোলা কারখানায় ৩৭০ কেজি কোকেন।।

ফ্রান্সে কোকা-কোলা কারখানায় ৩৭০ কেজি কোকেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার ফ্রান্সের একটি কারখানায় বিপুল পরিমাণ কোকেন পাওয়া গেছে। ঘনীভূত কমলার জুসের একটি চালানের ব্যাগের ভেতর এ কোকেন ছিল। দক্ষিণ আমেরিকার কোস্টারিকা থেকে ফ্রান্সের ওই কারখানায় পাঠানো ব্যাগগুলো খুললে  কোকেনের বিষয়টি ধরা পড়ে। ওই চালানে প্রায় ৩৭০ কেজি কোকেন পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ৫০ মিলিয়ন ইউরো।

কারখানার কর্মীরা বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও এ বিষয়ে ওই কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ১৮৮৬ সালে জন পেমবারটন নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফার্মাসিস্ট কোকা-কোলা উৎপাদনের মূল ফর্মূলা তৈরি করেন। মনে করা হয় কোকা পাতা থেকে কোকেন আহরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন