
আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাপল ইউরোপ অপারেশনের জন্য আয়ারল্যান্ডে অবৈধ কর সুবিধা ভোগ করেছে বলে এক বিবৃতিতে অভিযোগ দায়ের করেছে ইউরোপীয় কমিশন। অভিযোগে আরও বলা হয়, আয়ারল্যান্ডকে অবশ্যই ১৪.৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের এই সম্পদ পুনরুদ্ধার করতে হবে।
অ্যাপলকে ঠিক কত টাকা জরিমানা দিতে হবে তা ইউরোপীয় কমিশন উল্লেখ না করলেও প্রতিষ্ঠানটি যে ১৪.৫ বিলিয়ন মার্কিন ডলার কর সুবিধা ভোগে করেছে তা জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, অ্যাপলকে নিয়ে এই অনুসন্ধান ২০১৪ সালের জুন থেকে শুরু হয়। কম অমান্যের অভিযোগে গুগল মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যালফাবেট, স্টারবাকস এবং ম্যাকডোনাল্ডসহ অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানকে নিয়ে অনুসন্ধান চালাচ্ছে ইউরোপীয় কমিশন।