
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নৌবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, এবার চীন সরকার ৮টি অ্যাটাক সাবমেরিন দেবে। আগামী ২০১৮ সাল নাগাদ ডিজেলচালিত এসব সাবমেরিন পাকিস্তানের হাতে আসবে।
জানা গেছে, আর এই সাবমেরিনগুলো কিনতে খরচ হবে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার। এজন্য চীন সহজ শর্তে ঋণ দেবে বলেও জানা গেছে। এতে করে বিশ্লেষকেরা বলছেন, এগুলো হবে চীনা পিপলস লিবারেশন আর্মি নেভির টাইপ ০৩৯ এবং টাইপ ০৪১ ইউয়ান-ক্লাস প্রচলিত অ্যাটাক সাবমেরিন। আগামী ২০২৩ সাল নাগাদ পাকিস্তান প্রথম ৪টি সাবমেরিন হাতে পাবে বলে ধারণা করা হচ্ছে।