News71.com
 International
 31 Aug 16, 07:54 PM
 444           
 0
 31 Aug 16, 07:54 PM

সিঙ্গাপুরে অন্তঃসত্ত্বাদের জিকা ভাইরাস পরীক্ষার আহ্বান ।।

সিঙ্গাপুরে অন্তঃসত্ত্বাদের জিকা ভাইরাস পরীক্ষার আহ্বান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জ্বর হওয়া ও র্যা শ ওঠার উপসর্গ রয়েছে এমন সকল অন্তঃসত্ত্বা নারীকে জিকা ভাইরাস পরীক্ষার আহবান জানিয়েছে সিঙ্গাপুর। দেশটিতে জিকা রোগীর সংখ্যা ৮২ তে ওঠার পর বুধবার এ আহ্বান জানানো হলো। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও তাইওয়ান তাদের দেশের গর্ভবতী নারীদের সিঙ্গাপুরে অ-প্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে, পরিবেশ সংস্থার কর্মীরা জিকা বিস্তারকারী মশা নিধন করতে ওষুধ দেয়ার কার্যক্রম জোরদার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জ্বর হওয়া, ফুসকুড়ি ওঠা, চোখ লাল হওয়া ও জয়েন্টে ব্যথার মত জিকার উপসর্গ দেখা দেয়া অন্তঃসত্ত্বা নারীদের এবং পুরুষ পার্টনারদের ডাক্তারের কাছে যাওয়া উচিত।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মশা যাতে না কামড়াতে পারে তার জন্য কঠোর সতর্কতা নিতে এবং জিকার উপসর্গ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে আমরা অন্তঃসত্ত্বাদের পরামর্শ দিচ্ছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন