News71.com
 International
 31 Aug 16, 07:46 PM
 402           
 0
 31 Aug 16, 07:46 PM

সিরিয়ায় ক্লোরিন হামলার তদন্ত নিয়ে রাশিয়ার প্রশ্ন ।।

সিরিয়ায় ক্লোরিন হামলার তদন্ত নিয়ে রাশিয়ার প্রশ্ন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় ক্লোরিন গ্যাস হামলার তদন্ত রিপোর্ট মেনে নিতে অস্বীকার করেছে রাশিয়া। জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত তদন্তে বলা হয়, আসাদ সরকারের অনুগত বাহিনী জনগণের ওপর বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে। গত সপ্তাহের প্রকাশ করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসাদ বাহিনী দুই বার ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এমন প্রমাণ পাওয়া গেছে। তবে সিরিয়া সরকার ও তার সমর্থক রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া বলেছে, এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া দরকার।

ক্লোরিন হামলার পর আসাদবিরোধীদের সমর্থক ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছিল। সিরিয়ায় যে কোন রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে জাতিসংঘ চার্টারের ৭ নম্বর অধ্যায় অনুযায়ী সামরিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল ২০১৩ সালে। দামেস্কের পার্শ্ববর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সেরিন গ্যাস হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা সামনে আসার পর সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংসেরও সিদ্ধান্ত নেয়া হয়েছিল তখন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন