News71.com
 International
 31 Aug 16, 03:34 PM
 385           
 0
 31 Aug 16, 03:34 PM

দিল্লিতে ভারী বর্ষণে বিমান পরিসেবা বিঘ্নিত ।।

দিল্লিতে ভারী বর্ষণে বিমান পরিসেবা বিঘ্নিত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বর্ষণে সেখানকার বেশ কয়েকটি ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এরমধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বেশ কয়েকটি ফ্লাইট ঠিক সময়ে ছাড়তে পারেনি। আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, গত মঙ্গলবার থেকে চলমান এ বর্ষণে সেখানকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফ্লাইটগুলোকে লক্ষ্ণৌ, জয়পুর ও চণ্ডীগড়ের এয়ারপোর্টগুলোতে নামতে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ আকাশ পরিস্কার হয়ে গেলে ফ্লাইটগুলো ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে ফিরে আসতে পারবে।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টানাবর্ষণে দিল্লির বিভিন্ন সড়কে পানি জমে আছে। এতে ধীরে গতিতে চলছে সেখানকার সড়ক পরিবহনগুলো। ফলে বিভিন্নস্থলে দেখা দিয়েছে তীব্র যানজট।

অপরদিকে, ভারতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির একটি ধর্মীয়স্থান পরিদর্শনে যাওয়ার কথা ছিলো। ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের কারণে সেটি বাতিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন