
আন্তর্জাতিক ডেস্কঃ এক নারীর দিকে বন্দুক তাকে করে গ্রেফতার হয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী ক্রিস ব্রাউন। এর আগেই তার বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ আছে।
জানা গেছে, ব্যবসা সংক্রান্ত আলোচনার জন্য ব্রাউনের কাছে যায় 'বিউটি কুইন' খ্যাত বেইলি কারেন। এই নারী তার ইনস্টগ্রামে জানায়, যদি আপনার দিকে কেউ বন্দুক তাক করে, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই পুলিশে খবর দেবেন?
এদিকে লস অ্যাঞ্জেলস পুলিশে পক্ষ থেকে জানানো হয়, এক নারীর অভিযোগ পেয়েছি আমরা। অভিযোগে বলা হয়েছে, কোন কাজে ব্রাউনের কাছে যায় সেই নারী ও তার ক্লাইন্ট। কিন্তু এ সময় উত্তেজিত হয়ে ব্রাউন তাদের বাসা থেকে বের হয়ে যেতে বলে এবং এক পর্যায়ে তাদের দিকে বন্দুক তাক করে হুমকি দেয়। ব্রাউনকে এ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।