News71.com
 International
 31 Aug 16, 11:38 AM
 426           
 0
 31 Aug 16, 11:38 AM

ভারতে এবার গঙ্গার জল রেকর্ড ছাড়িয়েছে  

ভারতে এবার গঙ্গার জল রেকর্ড ছাড়িয়েছে   

আন্তর্জাতিক ডেস্ক: এ বছর ভারতের গঙ্গা নদীর জলের উচ্চতা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানান কর্মকর্তারা। ভারতের উত্তরাঞ্চলে ৪ টি স্থানে গঙ্গা নদীর জল নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। গত ২৬ আগস্ট বিহারের রাজধানী পাটনায় জলের উচ্চতা সবচেয়ে বেশি (৫০.৫২ মিটার) রেকর্ড হয়েছে। আর এর আগে ১৯৯৪ সালে গঙ্গা নদীর জলের উচ্চতা সর্বোচ্চ ৫০.২৭ মিটারে পৌঁছেছিল।

ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রধান জিএস ঝা বলেছেন, বিহারের হাতিদাহ ও ভাগালপুর এবং উত্তর প্রদেশের বালিয়াতেও বন্যার জলের উচ্চতা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। আর ওই চারটি এলাকায় অতীতের তুলনায় বন্যার জলের উচ্চতা অনেক বেশি বেড়েছে, আআর এটা নজিরবিহীন।

মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে ভারত জুড়ে নদ-নদীর জল বৃদ্ধি পেয়ে আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত দেড়শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে লক্ষ লক্ষ মানুষ। সম্প্রতিক সময়ে ভারতের যেসব রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বিহার তার মধ্যে অন্যতম। সেখানে বন্যায় দেড়শ’ মানুষ মারা গেছে এবং প্রায় ৫ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। গঙ্গা নদীর জল দুকূল ছাপিয়ে উত্তর প্রদেশেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

নদী বিশেষজ্ঞদের বলেছেন, পলি পড়ে গঙ্গা নদী গর্ভের উচ্চতা বেড়ে যাওয়ার কারণেই এ বন্যা দেখা দিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি পলিবাহী নদীগুলোর অন্যতম গঙ্গা।

এই বিষয়ে বিহারের কর্মকর্তারা বলেছেন, পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের কারণে গঙ্গায় পলি জমার সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার স্বাভাবিক জল প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আর এর ফলে নদীর জল প্রবাহের গতিপথ পরিবর্তন হয়ে বিহারের দিকে যাচ্ছে এবং সেখানে বন্যা দেখা দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন