News71.com
 International
 31 Aug 16, 11:30 AM
 421           
 0
 31 Aug 16, 11:30 AM

এক কবুতরের দাম উঠেছে ৬০ লাখ টাকা!

এক কবুতরের দাম উঠেছে ৬০ লাখ টাকা!

 

নিউজ ডেস্ক: কুয়েতে একটি কবুতর বিক্রি হয়েছে প্রায় দু’ লাখ ৮১ হাজার দিরহামে। আর বাংলাদেশী টাকায় এর মূল্য ৬০ লক্ষ টাকার মতো। এই কবুতরটির নাম গোলাবি।

জানা গেছে, এটি যেমন তেমন কবুতর নয়, তার বিশেষ গুণ আছে। সে চমৎকার অ্যাক্রোব্যাটিক পারফর্ম করতে পারে। আর এজন্যই ঢাক-ঢোল পিটিয়ে তাকে বিক্রি করা হয়েছে। নিলামে উঠানোর পরেই একের পর এক ডাক দিয়েছেন ক্রেতারা। অনেকে এই ঘটনার কড়া সমালোচনাও করেছেন। এতে করে একজন বলেছেন, একটি কবুতরের দাম এত কিভাবে হয়? যদি এই কবুতরের সোনার পাখনা হত, তাহলেও না হয় মানা যেত!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন