News71.com
 International
 30 Aug 16, 10:44 PM
 398           
 0
 30 Aug 16, 10:44 PM

কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলা, নিহত ১

কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ডেপুটে প্রাইম মিনিস্টার জেনিস রেজিকভ বলেছেন, হামলাকারী গাড়িচালক নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, চীনের রাজধানী বিশকেকের দক্ষিণাংশে অবস্থিত চীনা দূতাবাসে এক মিনিভ্যান চালক এই হামলা চালায়। এটি চীনে ঘটে যাওয়া প্রথম আত্মঘাতী হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা। আত্মঘাতী চালক একটি মিনিভ্যান নিয়ে দূতাবাস কম্পাউন্ডের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এতে করে দূতাবাসের দুইজন কর্মী ও অপর একজন নারী আহত হন।

উল্লেখ এই ঘটনার পর চীনা দূতাবাস এবং পার্শ্ববর্তী আমেরিকান দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন