News71.com
 International
 30 Aug 16, 08:36 PM
 414           
 0
 30 Aug 16, 08:36 PM

ভারতের ভুয়া এভারেস্টজয়ী দম্পতিকে নিষিদ্ধ করল নেপাল ।।

ভারতের ভুয়া এভারেস্টজয়ী দম্পতিকে নিষিদ্ধ করল নেপাল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ এভারেস্ট জয়ের মিথ্যা দাবিদার এক দম্পতিকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে নেপাল। এভারেস্টে ওঠার ছবি জালিয়াতি করে এরা নিজেদের এভারেস্ট আরোহী প্রথম ভারতীয় দম্পতি হিসেবে দাবি করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে আগামী ১০ বছর নেপালে পর্বতারোহণ করতে পারবেন না রিতেশ ও তারকেশ্বরী দম্পতি।

নেপাল সরকারের তদন্তে এই দম্পতির ছবি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়। সোমবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, অন্যরা যেন এভারেস্ট জয়ের অসত্য দাবি না করতে পারে তার জন্যই এই ভারতীয় দম্পতিকে নিষিদ্ধ করা হয়েছে।

গত মে মাসে এভারেস্টে আরোহণের কৃতিত্ব দাবি করেছিল রিতেশ দম্পতি। প্রমাণ হিসেবে এভারেস্টে চড়ার কিছু ভুয়া ছবি দেন তারা। বিষয়টি অন্যান্য এভারেস্টজয়ীদের নজরে আসার পর এ নিয়ে তদন্ত করা হয়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন