
নিউজ ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আটলান্টিক মহাসাগর সংলগ্ন ৱিস্তীর্ণ এলাকা| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪| সোমৱার মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ৭.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আটলান্টিক মহাসাগরের আসেনশন দ্বীপ-এর ৯৭৫ কিলোমিটার (৬০৬ মাইল) উত্তর-পশ্চিম অংশ| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি ৱা হতাহতের কোনও খৱর নেই| জারি করা হয়নি সুনামি সতর্কতা|ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২) গভীরে|