News71.com
 International
 30 Aug 16, 06:31 PM
 410           
 0
 30 Aug 16, 06:31 PM

হিটলার চেয়েছিলেন তাঁকে নাগরিকত্ব দিতে, আমরা 'ভারতরত্ন'ই দিতে পারলাম না!

হিটলার চেয়েছিলেন তাঁকে নাগরিকত্ব দিতে, আমরা 'ভারতরত্ন'ই দিতে পারলাম না!

নিউজ ডেস্ক: ১৯২৮, ১৯৩২, ১৯৩৬- পর পর তিন অলিম্পিকে ভারত সোনা জেতে। ভারতের যেন স্বর্ণযুগ সে সময়! তার একমাত্র কারিগর ছিলেন 'হকির জাদুকর' ধ্যানচাঁদ। আজ তাঁর ১১১ তম জন্মবার্ষিকী। তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিটে স্মরণে 'জাতীয় ক্রীড়া দিবস' হিসাবে পালন করা হচ্ছে দেশজুড়ে। কিন্তু, তাঁর মৃত্যুর ৩৭ বছর পরেও ধ্যানচাঁদের আক্ষেপ আজও পূরণ করতে পারিনি আমরা। ধ্যানচাঁদ একসময় দুঃখ করে বলেছিলেন, ভাই রূপ সিংহ এবং তাঁর নামে বার্লিনে রাস্তা রয়েছে, কিন্তু এ দেশে সে ভাবে তাঁরা গুরুত্ব পাননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন