News71.com
 International
 30 Aug 16, 05:19 PM
 429           
 0
 30 Aug 16, 05:19 PM

খালি অফিসে দাঁড়িয়ে হতবাক দুবাইয়ের শাসক!

খালি অফিসে দাঁড়িয়ে হতবাক দুবাইয়ের শাসক!

 

আন্তর্জাতিক ডেস্ক: গত রবিবার ছিল দুবাইয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ সিদ্ধান্ত নিয়েছেন যা, তিনি সরকারি অফিসের কাজকর্ম ঘুরে দেখবেন। কিন্তু সরকারি অফিসে হঠাৎ করে পরিদর্শন করতে এসে নিজেই হতবাক হয়ে গেলেন তিনি।

জানা গেছে, সকালে সাড়ে ৭ টা থেকে তিনি একের পর এক সরকারি অফিসে ঘুরতে শুরু করেন। তিনি প্রতিটি অফিসে গিয়ে দেখলেন কর্মকর্তাদের কেউ অফিসে নেই। সরকারের গণমাধ্যম বিভাগ থেকে টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে খালি অফিসে শেখ মোহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন। অফিসের সব ডেস্ক ফাঁকা। দেয়ালে শোভা পাচ্ছে তারই পোর্ট্রেট।

তবে দুবাইয়ের সরকারি অফিসের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয় তা নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রায়ই আচমকা বিভিন্ন অফিসে গিয়ে হাজির হন। আর এর আগে দুবাই বিমান বন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন চালানো হয়েছিল। তখন সে সময় অবশ্য দেখা গিয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে দুবাইয়ের শাসকের পরিদর্শনের সময় যারা অফিসে হাজির ছিলেন না, তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন