
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রেইন হ্যামারেজের কারণে আইসিউতে চিকিৎসাধীন উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন তার মেয়ে লোলা করিমোভা। তিনি বলেন, ‘আমার বাবাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আপাতত শঙ্কামুক্ত। তবে ভবিষ্যত নিয়ে কিছু বলা যাচ্ছেনা।’
লোলা দেশটির ইউনেসকো প্রতিনিধি। রবিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো প্রেসিডেন্ট বেশ অসুস্থ। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি তখন।
১৯৯১ সালে মস্কো থেকে স্বাধীনতার পর থেকেই উজবেকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন করিমভ। প্রায় ২৫ বছরের ক্ষমতাসীন সময়ে উজবেকিস্তানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি।
এদিকে করিমভের অসুস্থায় গভীর উদ্বেগ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র পেস্কোভ বলেন, আমরা প্রেসিডেন্টের স্বাস্থ্যের ব্যাপারে ইতিবাচক কিছু শোনার অপেক্ষায় আছি।