News71.com
 International
 30 Aug 16, 11:32 AM
 445           
 0
 30 Aug 16, 11:32 AM

কর্তৃপক্ষের নির্দেশে কুয়েতের ক্রীড়া অফিসগুলো দখল করেছে পুলিশ ।।

কর্তৃপক্ষের নির্দেশে কুয়েতের ক্রীড়া অফিসগুলো দখল করেছে পুলিশ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কর্তৃপক্ষের নির্দেশে কুয়েত ফুটবল এসোসিয়েশন ও অলিম্পিক অফিস দখল করে নিয়েছে দেশটির পুলিশ। ক্ষমতার দ্বন্দ্বে এ অবস্থার সৃষ্টি হয়েছে ।

এর আগে গত অক্টোবর থেকে ক্রীড়াঙ্গনে সরকারের অযাচিত হস্তক্ষেপের দায়ে কুয়েতকে নিষিদ্ধ করে রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। যে কারণে সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে অংশ নিতে পারনি কুযেত। অপরদিকে ২০১৮ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বেও অংশ নিতে পারবেনা মধ্য প্রাচ্যের এই ধনী দেশটি ।

শেখ তালাল ফাহাদ আল সাবাকে কুয়েত ফুটবল এসোসিয়েশন (কেএফএ) ও জাতীয় অলিম্পিক কমিটির প্রধানের পদ থেকে সরকারী স্পোর্ট কমিশন সরিয়ে দেয়ার পর থেকেই দেশটির ক্রীড়াঙ্গনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন