
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল সোমবার ভারত সফরে গিয়ে রাজধানী নয়াদিল্লিতে এক ট্রাফিক জ্যামে আটকা পড়েন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশে ঝটিকা সফর শেষে নয়াদিল্লি যান কেরি। নয়াদিল্লির বিমানবন্দরের রাস্তায়ই তিনি ট্রাফিক জ্যামে আটকা পড়েন। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
কেরির সঙ্গে থাকা মার্কিন সংবাদ মাধ্যমের কর্মীরা এই ধরনের একটি প্রতিবেদন করেছেন। আর এই প্রতিবেদনের ভিত্তিতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াও প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, আপনি যদি আজ সন্ধ্যায় (সোমবার) দিল্লির বিমানবন্দরের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকা থাকেন তাহলে গাড়ি থেকে নেমে আপনার সামনের গাড়িতে হয়তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে পেয়ে যেতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা কেরির চতুর্থবারের মতো ভারত সফর। তিনি মঙ্গলবার ইন্ডিয়া-ইউএস স্ট্রাটেজিক অ্যান্ড কমার্স ডায়ালগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন।