
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান তাদের ফর্দো পারমাণবিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে দেশের মধ্যাঞ্চলে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। রাশিয়ার তৈরি এ ক্ষেপণাস্ত্র সম্প্রতি সেখানে পাঠানো হয়।
ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডার জেনারেল ফারজাদ ইসমাইলি আইআরআইবি চ্যানেলকে বলেন, যেকোনো পরিস্থিতিতে পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ‘আজ ইরানের আকাশ এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ।’
এক ভিডিও ফুটেজে ফর্দো পারমাণবিক কেন্দ্রে এস-৩০০ ক্ষেপণাস্ত্রবাহী একটি ট্রাক দেখা যায়। সেখানে অন্যান্য অস্ত্রের পাশাপাশি ক্ষেপণাস্ত্র লঞ্চার আকাশের দিকে তাক করে উঠানো হচ্ছিল।
উল্লেখ্য, ইরানের পার্বত্য কোম নগরীর কাছে নির্মিত এ পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে করা পারমাণবিক চুক্তির বাস্তবায়নে জানুয়ারি মাস থেকে এটি বন্ধ রাখা হয়েছে।