News71.com
 International
 29 Aug 16, 08:28 PM
 357           
 0
 29 Aug 16, 08:28 PM

আফগানিস্তানে অপহৃত অস্ট্রেলীয় নাগরিক মুক্ত ।।

আফগানিস্তানে অপহৃত অস্ট্রেলীয় নাগরিক মুক্ত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে অপহৃত সাহায্যকর্মী কেরি জেনকে (৬০) মুক্তি দেয়া হয়েছে। আফগানিস্তানের জালালাবাদের একটি বেসরকারি সংস্থার অফিস থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছিল এই অস্ট্রেলীয় নাগরিককে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেন, কেরি জেন এখন নিরাপদে আছেন এবং ভালো আছেন। এর বেশি কিছু তিনি জানাননি। জেন জারদোজি নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। প্রতিষ্ঠানটি দরিদ্র নারীদের ব্যবসা শুরু করতে সাহায্য করে থাকে। অপহৃত হওয়ার আগে ২০ বছর ধরে তিনি জালালাবাদে কাজ করছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জঙ্গিদের হাতে আটক আছেন এবং যারা অপহরণের ঝুঁকিতে আছেন তাদের স্বার্থে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। জেনের মুক্তির ব্যাপারে সহযোগিতার জন্য তিনি আফগান সরকারকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে তারা জিম্মিকে ছাড়ানোর জন্য মুক্তিপণ দেয় না। এর আগে জেনের পিতা তার মেয়ের জীবন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন