News71.com
 International
 29 Aug 16, 08:26 PM
 379           
 0
 29 Aug 16, 08:26 PM

ছোট স্কার্ট পরে ঘুরবেন না, বিদেশি পর্যটকদের পরামর্শ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর ।।

ছোট স্কার্ট পরে ঘুরবেন না, বিদেশি পর্যটকদের পরামর্শ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর ।।

আন্তর্জাতিক ডেস্কঃ স্কার্ট নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা। বিদেশি পর্যটকেরা এ দেশে এসে কী পোশাক পরবেন, তা ঠিক করে দেওয়ায় এ বার বিতর্কে জড়ালেন খোদ কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী। এ দেশের বিভিন্ন শহরে ঘোরার সময় তাঁরা যাতে ছোট স্কার্ট না পরেন, তা নিয়ে পরামর্শমূলক এক নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মহেশ শর্মা। বিদেশি পর্যটকদের পোশাক নির্দেশিকা দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়া তো বটেই, আক্রমণ করতে পিছিয়ে নেই বিরোধীরা নেতারাও।

পরামর্শমূলক নির্দেশটা ঠিক কী? মন্ত্রী জানিয়েছেন, এ দেশের বিমানবন্দরে পা রাখতেই বিদেশি পর্যটকদের হাতে একটি ওয়েলকাম কিট দেওয়া হয়। ওই কিটের ভেতর এ দেশে এসে ‘কী করবেন’ এবং ‘কী করবেন না’— সেই তালিকা নিয়ে একটি কার্ডও থাকে। এ বার থেকে সেই তালিকায় ছোট স্কার্ট না পরার পরামর্শও জুড়ে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘ছোট শহরে একলা ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে। ওই সব শহরে যাতে বিদেশিরা ছোট স্কার্ট না পরেন বা রাতে একা একা না বেরোন, তাও বলা হয়েছে। এ ছাড়া, ভাড়া করা গাড়িতে যাতায়াতের সময় তার ছবি তুলে কোনও পরিচিত বা বন্ধুর কাছে পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে ওই তালিকায়।’


ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রীর আরও বার্তা, “মন্দির দর্শনের সময় সেখানকার ‘পোশাকবিধি’ মাথায় রাখা উচিত।’’ তবে কী সরকার এ বার বিদেশি পর্যটকদের জন্য নয়া পোশাকবিধি চালু করবে? এ প্রশ্নের জবাবে অবশ্য মহেশ বলেন, “পোশাক নিয়ে আমরা বিদেশিদের উপর কোনও কিছুই চাপিয়ে দিচ্ছি না। আমরা কেবলমাত্র এটাই বলছি যে, রাতে ঘোরাফেরার সময় আরও সতর্ক থাকুন।” পাশাপাশি, মন্ত্রীর দাবি, “কে কী পরবেন বা পরবেন না অথবা এ নিয়ে কারও মানসিকতা বদলের কোনও অধিকারই আমাদের নেই।” যদিও মন্ত্রীর এই সাফাইয়ে একেবারেই সন্তুষ্ট নন বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

এমনকি আপ সরকারের মন্ত্রী কপিল শর্মাও টুইট করেছেন। মহেশ শর্মাকে তিনি চিঠি লেখার কথা জানিয়ে বলেন, ‘‘এ ধরনের পরামর্শ দিয়ে দেশকে অপদস্থ না করাই উচিত।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন