News71.com
 International
 29 Aug 16, 08:23 PM
 725           
 0
 29 Aug 16, 08:23 PM

জার্মানির রাজপথে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ বালুচদের ।।

জার্মানির রাজপথে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ বালুচদের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ২২ জন এমপি-কে দিয়ে আন্তর্জাতিক স্তরে কাশ্মীর নিয়ে প্রচার চালানোর উদ্যোগ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরইমধ্যে বালুচিলস্তান নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অস্বস্তিতে পড়তে হল শরিফের দেশকে। জার্মানিতে বসবাসকারী বালুচরা বালুচিস্তানের মানুষের ওপর পাক সেনা ও শরিফ সরকারের নির্মম অত্যাচারের প্রতিবাদে পথে নামলেন।


এছাড়া পাক সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে, ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে লিপজিগের রাস্তায় বিক্ষোভ দেখালেন বালুচরা। বিক্ষোভকারীরা স্লোগান দেন, তুমি কত বুগতি (আকবর) মারবে, প্রতি ঘর থেকে বুগতি বেরোবে। গতকাল জার্মানির লিপজিগে নির্বাসিত বালুচরা একযোগে তাঁদের পতাকা নিয়ে পথে নামেন। তাঁরা বালুচিস্তান সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন।

কোনও কোনও বিক্ষোভকারীর হাতে ছিল ভারতের জাতীয় পতাকাও। সবচেয়ে বড় কথা, বালুচদের বিক্ষোভকে সমর্থন জানাতে হাজির হয়েছিলেন জার্মানিতে বসবাসকারী ভারতীয়রাও।
উল্লেখ্য, গত সপ্তাহের প্রথমে বালুচিস্তানেই সেখানকার লোকজন মিছিল করেন। সেই মিছিলেও দেখা গিয়েছিল ভারতের পতাকা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী আকবর বুগতির ছবি নিয়ে মিছিল করে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হন।

মোদী সম্প্রতি বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছিলেন। এরপরই বালুচ নেতারা পাক সরকারের বিরুদ্ধে তাঁদের বিক্ষোভের সুর আরও চড়া করছেন। তাঁদের স্বাধীনতা সংগ্রামে আন্তর্জাতিক সমর্থনের আশা করছেন বালুচরা। ২৬ আগস্ট বুগতির মৃত্যুর দিনটি সমগ্র বিশ্বজুড়ে বালুচরা শহিদ দিবস হিসেবে পালন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন