News71.com
 International
 29 Aug 16, 08:11 PM
 396           
 0
 29 Aug 16, 08:11 PM

স্করপিন কেলেঙ্কারিতে আদালতের দ্বারস্থ হল নির্মাণকারী সংস্থা ।।

স্করপিন কেলেঙ্কারিতে আদালতের দ্বারস্থ হল নির্মাণকারী সংস্থা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ স্করপিন কেলেঙ্কারিতে আদালতের দ্বারস্থ হল নির্মাণকারী সংস্থা। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছে ফরাসি সংস্থা DCNS। তাদের আবেদন, স্করপিন ডুবোজাহাজ নিয়ে অসি সংবাদপত্রে যে তথ্যপ্রকাশ হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক।

ইতিমধ্যেই ওই সংবাদপত্র স্করপিনের নকশা নিয়ে বাইশহাজার পাতার তথ্যপ্রকাশ করেছে। সংবাদপত্রটি যে সব তথ্য পেয়েছে তা ফিরে পেতেও আদালতের দ্বারস্থ হয়েছে DCNS। স্করপিনের তথ্যফাঁসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। নবি মুম্বইয়ে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক ডুবোজাহাজ। কিন্তু, স্করপিনের নীল নকশার তথ্যই যদি প্রকাশ হয়ে যায় তাহলে শত্রুদেশগুলি অনায়াসেই তাকে ধ্বংস করার প্রযুক্তি তৈরি করে ফেলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন