News71.com
 International
 29 Aug 16, 08:07 PM
 392           
 0
 29 Aug 16, 08:07 PM

বালোচিস্তানে চিনের বিনিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামল স্বাধীনতাকামীরা ।।

বালোচিস্তানে চিনের বিনিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামল স্বাধীনতাকামীরা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বালোচিস্তানে চিনের বিনিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামল স্বাধীনতাকামীরা। লন্ডনে চিনের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন স্বেচ্ছা নির্বাসনে থাকা বালোচ নেতারা। চিন অবিলম্বে বালোচিস্তান থেকে হাত গোটাক। দাবি বিক্ষোভকারীদের।


এদিকেতিব্বত থেকে পাকিস্তানের গওদর বন্দর পর্যন্ত ইকনমিক করিডর তৈরি করছে চিন। চার হাজার ছশো কোটি ডলার ওই ইকনমিক করিডর যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তান দিয়ে। পাক অধিকৃত কাশ্মীরে চিনের পরিকাঠামো তৈরি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়েছে ভারত। বালোচ নেতাদেরও অভিযোগ, তাদের আন্দোলনকে শেষ করতেই চিনকে দিয়ে বালোচিস্তানে পরিকাঠামো তৈরি করাচ্ছে পাকিস্তান। এই বিক্ষোভ প্রসঙ্গে চিন দূতাবাস বা সরকারের পক্ষে কোনও মন্তব্য করা হয়নি এখনও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন