News71.com
 International
 29 Aug 16, 08:02 PM
 384           
 0
 29 Aug 16, 08:02 PM

ব্রাসেলস ইন্সটিটিউট ক্রিমিনোলজিতে বিস্ফোরণ

ব্রাসেলস ইন্সটিটিউট ক্রিমিনোলজিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইনস্টিটিউট অব ক্রিমিনোলজি প্রাঙ্গণে বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু এতে করে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় গতকাল রবিবার রাত ২ টার দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে। কিন্তু কোন হতাহতের ঘটনা না ঘটলেও ল্যাবের বেশ ক্ষতি হয়েছে।

জানা গেছে, ব্রাসেলসের নেদের-ওভার-হেমবিক এলাকায় ক্রিমিনলজি ইনস্টিটিউটটি অবস্থিত। রবিবার রাত ২ টার দিকে হঠাৎ করে একটি গাড়ি ইনস্টিটিউট প্রাঙ্গণে তীব্র গতিতে ছুটোছুটি শুরু করে। পরে এক বা একাধিক সন্দেহভাজন ল্যাবরেটরিজের কাছে একটি বোমা বিস্ফোরিত করে। কিন্তু সন্দেহভাজন হামলাকারীদের কী পরিণতি হয়েছে সে ব্যাপারে এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মুখপাত্র পিরে মিয়েস বলেছেন, 'বড় ধরনের বিস্ফোরণে শব্দ হয়। আর এটা কখনই দুর্গটনা হতে পারে না। তখন ৩০ জন দমকলকর্মী দ্রুত ওই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।'

গত মার্চে ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলার পর থেকে বেলজিয়ামে সন্ত্রাসবাদের ঝুঁকিবিষয়ক সতর্কতার মাত্রা তিন রাখা হয়েছে। আর ওই সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হয়েছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পক্ষ থেকে হামলাটির দায় স্বীকার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন