
আন্তর্জাতিক ডেস্ক: পূর্বে ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল এমন বিভিন্ন এলাকায় আফগানিস্তান আজ সোমবার পোলিও টিকা দান কর্মসূচি শুরু করেছে।
আফগানিস্তান ও পাকিস্তান বিশ্বে মাত্র দু’টি দেশ যেখানে পোলিও রোগের প্রাদুর্ভাব রয়েছে। আর এই টিকা দান কর্মসূচি নিয়ে ইসলামি গ্রুপের বিরোধিতার কারণে এটি হয়েছে। ইসলামি গ্রুপ বলেছে, টিকা দান কর্মসূচির আড়ালে মুসলমানদের নিবীর্য করা এবং গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সরদার পারবিজ বলেছেন, ৫ দিনের এই কর্মসূচিতে দেশব্যাপী ৯৫ লক্ষ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এরই পাশাপাশি মার্কিন সহযোগিতায় সফল সামরিক অভিযান চালানোর পর দেশের পূর্বাঞ্চলে যুদ্ধ হ্রাসের সুযোগ নেয়ার আশা করছেন কর্মকর্তারা।
তিনি আরও বলেছেন, ‘আইএসের কাছ থেকে পুনরায় নিয়ন্ত্রণ নেয়া বিভিন্ন এলাকার স্থানীয় লোকজনের সাথে আমরা যোগাযোগ শুরু করেছি। আমরা এসব এলাকায় আমাদের প্রতিনিধি দল পাঠাবো। তারা কোন ধরনের সমস্যায় পড়লে আমরা স্থানীয় লোকজনকে তাদের শিশুদের নিরাপদ এলাকায় স্থাপিত আমাদের ক্লিনিকে আনার অনুরোধ জানাবো।’
এই বিষয়ে নানগড়হারের স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লা কামাওয়াল বলেছেন, আইএসের সাথে যুদ্ধের কারণে এক বছরের বেশী সময় ধরে অনেক জেলায় যাওয়া সম্ভব না হওয়ায় হাজার হাজার শিশুকে স্বাস্থ্য সেবা দেয়া যায়নি। এতে করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন, চলতি বছরের প্রথম ৬ মাসে আফগানিস্তানে ৮জন পোলিও রোগে আক্রান্ত হয়। আর এদের অধিকাংশই দেশের পূর্বাঞ্চলের।