News71.com
 International
 29 Aug 16, 06:16 PM
 373           
 0
 29 Aug 16, 06:16 PM

অবশেষে ভারতের পশ্চিমবঙ্গে বাংলা নামের প্রস্তাব পাস ।।

অবশেষে ভারতের পশ্চিমবঙ্গে বাংলা নামের প্রস্তাব পাস ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিল পাস করলো। রাজ্য বিধানসভায় তুমুল হট্টগোলের মধ্যেই নাম বদলের প্রস্তাব পাস করাল তৃণমূল সরকার। রাজ্যের নাম পরিবর্তন ও বিরোধীদের বলতে না দেওয়ার অভিযোগে কংগ্রেসের ওয়াকআউট ।

কংগ্রেসের ওয়াকআউট করলেও রাজ্যের নাম বাংলা করার প্রস্তাবে সিলমোহর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইংরেজিতে নাম হবে বেঙ্গল আর হিন্দিতে হবে বাঙ্গাল। নবান্ন সূত্রে খবর, বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব হওয়ার পরই বিষয়টি দ্রুত অনুমোদনের আরজি জানিয়ে রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজনাথকে ফোন করে যত দ্রুত সম্ভব রাজ্যের প্রস্তাবে কেন্দ্রীয় সম্মতির দেওয়ারও অনুরোধ জানান তিনি। বাংলার মানুষের আবেগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মমতার। এ দিনের বিরোধিতায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা সমর্থন করেন না, ইতিহাস তাঁদের ক্ষমা করবে না ।

নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন বলেও দাবি করেন তিনি। যদিও, এই বিরোধিতাকে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন আত্মবিশ্বাসী মমতা। কেন্দ্রের কাছে নাম বদলের প্রস্তাব পাঠান হচ্ছে। যাতে, কেন্দ্র এই ওয়াক আউট দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়, সে বিষয়েও বিশেষ নজর দেবেন তিনি। নাম বদলের প্রস্তাব পাস হওয়ায় এই দিনটিকে ঐতিহাসিক বলে চিহ্নিত করেছেন মমতা। পাশাপাশি, সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন