News71.com
 International
 29 Aug 16, 05:43 PM
 290           
 0
 29 Aug 16, 05:43 PM

কাশ্মিরের কিছু এলাকা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার ।।  

কাশ্মিরের কিছু এলাকা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার ।।       

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর সৃষ্ট ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে ৯ জুলাই থেকে কাশ্মির উপত্যকায় সান্ধ্য আইন জারি করা হয়।

ওয়ানি নিহত হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাশ্মিরি বিক্ষোভকারীদের সংঘর্ষে ৬০ জনেরও বেশি মানুষ নিহত ও কয়েক হাজার আহত হন। এটি কয়েক বছরের মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাশ্মিরিদের সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা।

পুলিশ জানিয়েছে, ৫১ দিন ধরে বলবত্ থাকার পর সোমবার উপত্যকার অধিকাংশ এলাকা থেকে সান্ধ্য আইন তুলে নেয়া হয়েছে। তবে পুলওয়ামা ও প্রধান শহর শ্রীনগরের কয়েকটি এলাকা থেকে তুলে নেয়া হয়নি।

রবিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাশ্মিরে যারা সহিংসতা উস্কে দিয়েছে, তাদের একদিন জবাবদিহি করতে হবে। কাশ্মিরে কেউ মারা গেলে তা আমাদের ক্ষতি, আমাদের জনগণ ও দেশের ক্ষতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন